রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

অদৃষ্ট—- শরণংকর বড়ুয়া

অদৃষ্ট—-
শরণংকর বড়ুয়া

টান পোড়নের সংসার
চলে খুবই কষ্টের।
দিনে দিনে বাড়ে খরচ
কপাল পুড়ে অদৃষ্টের।

সবুজ শ‍্যামল দেশটায়
ভালো মানুষের বড়ই অভাব।
সব কিছুতেই করে ভেজাল
এরা চায় শুধুই লাভ।

আমরা শুধু মেনে নিচ্ছি
কি কারণে কিসের ভয়ে।
দুর্ব‍্যবহার কটাক্ষ আচরণ
অপমানের মধ‍্য দিয়ে।

জনগণ নিয়ে খেলে শুধু
রাজনীতির ক্ষমতার আড়ালে।
যদি আমরা বর্জন করি
চলে যাবে গড়লে।

চাপা কান্নায় বুক ফাটে
দিন যায় রাত গড়িয়ে।
নীরব নিশি একা বসে
অংক কষি অশ্রু ঝরিয়ে।

সব সমীকরণ বেহেশতে যায়
কিছু অনিয়মের কারণ।
এর পরও বাঁচতে চাই
নাই বা হয় সুখের জীবন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email