
“যৌতুক”
-অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া
কৌতুক করে যৌতুক নিতে
সিদ্ধান্ত নিলে তাই,
যৌতুক নিয়ে করলে বিয়া
নেচে নেচে যাই।
টাকার লোভে করলে বিয়া
লজ্জা শরম নাই,
সমাজের কাছে হেয় হলি
তবু ও টাকা চাই।
মানুষ নামের অমানুষরা
যৌতুক দাবী করে,
টাকার লোভে বিয়ের নামে
সর্বনাশ করে।
দেশে এখন চলছে আবার
যৌতুকের প্রথা,
মেয়ে সন্তানের বাবার এখন
বুকভরা ব্যাথা।
যৌতুক প্রথা সামাজিক ব্যাধি
কাম্য নয় এখন,
যৌতুক দেয়া কিংবা নেয়া
দুটোই অসম্মানজনক।
যৌতুক প্রথায় নারীর মর্যাদা
বাধাগ্রস্ত হবে,
অর্থলোভী অমানুষেরা
চিহ্নিত হউক তবে।
যৌতুক লেনদেনের কারণে
আক্রান্ত গোটা সমাজ,
এ অভিশাপ থেকে মুক্ত হতে
ভাবতে হবে আজ।
—————
নিউজটি পড়েছেন : ১৭০