বৃহস্পতিবার,২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সালতামামি—-শান্ত মুসাফির

সালতামামি
শান্ত মুসাফির

হারিয়ে যায়নি
লুকিয়ে আছি নিজের মাঝে নিজে,
আমার অতীত চুরি হয়ে গেছে
বর্তমানে তাই আর ঠাঁই নেই।
সিদ্ধান্তহীনতার সন্ধিক্ষণে
আমি ও আমার বিবেক,
চোখের সামনে সবকিছু অচেনা লাগে-
পরিচিত শুধু ঐ আকাশ,
তাই ঘুমহীন চোখে
মেঘে মেঘে ভাসার চেষ্টা করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email