সোমবার,২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবা, এই পৃথিবীতে তোর বুঝি নেই কেউ???

ওয়ারিশদারের নিমিত্তে সংবাদ প্রকাশ

বাবা, এই পৃথিবীতে তোর বুঝি নেই কেউ???

মানবিকাতার ঊর্ধ্বে ধর্ম নেই। তার উজ্জল দৃষ্টান্ত রেখেছেন চট্টগ্রামস্থ চাঁদগাও থানাধীন অনন্যা আবাসিক এলাকার এক বিল্ডিং এর কেয়ারটেকার মোঃআব্দুল হাই।২রা সেপ্টেম্বর শনিবার অনন্যা আবাসিক এলাকায় আনুমানিক ৮০ বয়সী এক বৃদ্ধা পিতাকে মুমূর্ষ অবস্থায় খুঁজে পান চট্টগ্রামস্থ অনন্যা আবাসিক এলাকার উক্ত ব্যক্তি । মানবিকতার মন জাগ্রত করে ধর্ম বিভেদ ভুলে মানবতাকে জয়ী করার লক্ষ্যে  ঐ দিনই  চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করান চিকিৎসার লক্ষ্যে।অতীব  দুঃখজনক যে, এই দুঃখী পিতা গত ৩রা সেপ্টেম্বর রবিবার  আনুমানিক রাত ৮ ঘটিকায় মৃত্যুবরণ করেন।  এই বাবা হিন্দু ধর্ম অবলম্বী।

চাঁদগাও থানাস্থ মানবিক পুলিশ কর্মকর্তা  এস আই আমিনুল ইসলাম এর তত্ত্বাবধায়নে উক্ত লাশটি পোস্টমোর্টেন করা হয়।

মৃতদেহটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ এর হাসপাতালের মর্গে রাখা আছে। কোন স্বহৃদয়বান ব্যাক্তি মৃত ব্যাক্তিকে চিনে থাকলে চান্দগাঁও থানা, সিএমপি , চট্টগ্রাম এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email