
বর্ষা
––শান্ত মুসাফির
বর্ষা আমার কাছে
কেন জানি খুব গভীর এবং কাছের,
গুমোট অদৃশ্য ব্যথা, পুরোনো স্মৃতি-
কেমন জানি মন ভারী করে দেয়
শান্ত-হিমেল হাওয়ায়।
নীলিমার ক্রন্দন দেখে নয়নে মেঘ জমে
সেখানেও আরেক বর্ষা নামে- উষ্ণ আর নোনা।
বর্ষা যখন ঝুমিয়ে আসে প্রকান্ড প্রতাপে,
আমি তার সুরে বিমোহিত হয়ে যাই
নয়নের নোনা জল হৃদয় ব্যাকুল করে তোলে।
কী অস্পষ্ট, কী গভীর সে মিল
নয়ন আর নীলিমার মাঝে
বর্ষা যেন তাদেরই আলিঙ্গন।
আমি তৃতীয় পক্ষের মত নিজেকে বিলিয়ে দিই
অজস্র বারীধারায়, শুধু অনুভব করি-
নয়ন সিমানায় নীলিমার মিলন।
নিউজটি পড়েছেন : ৩০০