মঙ্গলবার,২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রংধনু —–ফারজানা আফরোজ

রংধনু

ফারজানা আফরোজ
‌‌‌‌‌ ‌‌ ‌‌‌‌ ‌‌ 

আহা!এ কি অপরূপ!
রঙে রঙে সাজল‌ ভুবন
রংধনুর সাত রং করছে খেলা।
বাঁকা ধনুক পড়ল লুটে,
এ যেন রং এর মেলা।
গোধুঁলি বেলায় উঁকি দেয়া-
রং এর ঝর্ণাধারা,
এ নয়তো কোন মায়াবি ছলনা।
জীবনের রংধনুতে সাত রং নিয়ে-
পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে
কল্পলোকে বেড়াই ঘুরে।
দেখো ময়ূর নাচে পেখম তুলে
মনেতে লাগল নতুন রং,
এ যেন‌ মনেতে লাগল নতুন রং।

আহা! এ কি অপরূপ!
রঙে রঙে সাজল ভূবন
রংধনুর সাত রং করছে খেলা।
বাঁকা ধনুক পড়ল লুটে,
এ যেন রং এর মেলা।
ফুলেরা পেল তারই রং বাহার
প্রজাপতিরা পেল রঙ্গিন পাখনা।
এ তো নয় চোখের ভ্রান্তি,
কিংবা ঘোরে কেটে যাওয়া সময়।
ক্যানভাসে আঁকা এ এক ছবি,
আকাশেতে জেগে ওঠা রঙ্গিন পর্দা।
মনেতে লাগল নতুন রং,
এ যেন মনেতে লাগল নতুন রং।
দেখো ময়ূর নাচে পেখম তুলে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email