সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ধংসের পথে— শরণংকর বড়ুয়া

ধংসের পথে—

শরণংকর বড়ুয়া

কত কথা, কত গান, বাতাসে ভাসিতেছে,
কত ঘটনা, কত পরিবর্তন, পৃথিবীতে ঘটিতেছে।
কত মানুষ জন্ম নেয়, কত মৃত‍্যু ঘটে,
সব কিছু নিয়ে আজ হয়েছে ভারী বটে।
জীবনে সব সুখ দুঃখ লিখি সাদা পাতায়,
কত স্মৃতি, মিছে তর্ক কে রাখে মাথায়।
কেন ভৎর্সনা, কেন অপমান, কেন আঁখি জল,
নাই শান্তি, নাই তৃপ্তি, রাগ অভিমান, কত কলহল।
যত প্রেম, ততকান্না, তৃপ্তিহীন
চলেছে অস্হিরতা,
সুখ নাই, স্বস্তি নাই, বৃথা ক্ষোভ, শুধু অরাজগতা।
খুনের মহাউৎসব রাজ পথে নিরহ মানুষ দিশেহারা,
আনন্দ খেলায় মাতিতে চায় না অসহায় স্বজনহারা।
সব খানেতে নির্দয় নিষ্টুর, তীব্র হিংসা ফেলি নিঃশ্বাস,
নিত‍্য দিন বোমার আঘাত ছড়িয়েছে ভারী বাতাস।
দৈনিক পত্রিকায়, খবরে, মৃত্যুর সারি সারি লাশ,
আঘাত সংঘাত মাঝেও কর্তব‍্য ভারে বাঁচিবার দীর্ঘশ্বাস।
মনের ভিতর আতংক ধরেছে রাত জেগে থাকি,
জীবন যুদ্ধে হার মেনেছি তবুও রঙিন স্বপ্ন আঁকি।
হিংসা বিদ্ধেষ রুদ্ররোষে, ধংসের মুখে মানব জাতি,
অজ্ঞানতার অন্ধকারে ঢাকিছে বিবেক, নিভেছে আলোরবাতি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email