
চেনা শহর
ফারজানা আফরোজ
চেনা শহর,চেনা রাস্তা
চেনা গলি,চেনা বাড়ি
চেনা আকাশ, চেনা জনপদ
চেনা ভোর,চেনা ভীড়।
শহর জুড়ে ঘোরাঘুরি
আকাশে ওড়ে ঘুড়ি
বাড়ি মাঝে নকশা সারি
গলির ধারে আড্ডাবাজি।
খ্যাতি আছে জামদানির
খ্যাতি আছে বিরিয়ানির
খ্যাতি আছে বাকরখানির
খ্যাতি আছে সংস্কৃতির
স্মৃতি মাঝে প্রিয় ঢাকা
হৃদয় মাঝে প্রিয় ঢাকা
চোখের মাঝে প্রিয় ঢাকা
জীবন মাঝে প্রিয় ঢাকা ।
নিউজটি পড়েছেন : ২১১