রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চেনা শহর ——-ফারজানা আফরোজ

চেনা শহর
ফারজানা আফরোজ

চেনা শহর,চেনা রাস্তা
চেনা গলি,চেনা বাড়ি
চেনা আকাশ, চেনা জনপদ
চেনা ভোর,চেনা ভীড়।

শহর জুড়ে ঘোরাঘুরি
আকাশে ওড়ে ঘুড়ি
বাড়ি মাঝে নকশা সারি
গলির ধারে আড্ডাবাজি।

খ্যাতি আছে জামদানির
খ্যাতি আছে বিরিয়ানির
খ্যাতি আছে বাকরখানির
খ্যাতি আছে সংস্কৃতির

স্মৃতি মাঝে প্রিয় ঢাকা
হৃদয় মাঝে প্রিয় ঢাকা
চোখের মাঝে প্রিয় ঢাকা
জীবন মাঝে প্রিয় ঢাকা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email