প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৩, ৯:৫৭ অপরাহ্ণ
চেনা শহর ——-ফারজানা আফরোজ
![]()
চেনা শহর
ফারজানা আফরোজ
চেনা শহর,চেনা রাস্তা
চেনা গলি,চেনা বাড়ি
চেনা আকাশ, চেনা জনপদ
চেনা ভোর,চেনা ভীড়।
শহর জুড়ে ঘোরাঘুরি
আকাশে ওড়ে ঘুড়ি
বাড়ি মাঝে নকশা সারি
গলির ধারে আড্ডাবাজি।
খ্যাতি আছে জামদানির
খ্যাতি আছে বিরিয়ানির
খ্যাতি আছে বাকরখানির
খ্যাতি আছে সংস্কৃতির
স্মৃতি মাঝে প্রিয় ঢাকা
হৃদয় মাঝে প্রিয় ঢাকা
চোখের মাঝে প্রিয় ঢাকা
জীবন মাঝে প্রিয় ঢাকা ।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.