রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবার উপদেশ”— -জিতেন্দ্র লাল বড়ুয়া

“বাবার উপদেশ”
জিতেন্দ্র লাল বড়ুয়া

বলতেন বাবা গুরুজনে
শ্রদ্ধা করে যাবে,
ভুলে ও কভু আচরণে
কারো কষ্ট নাহি দেবে।

সালাম আদাব নমস্কার
দিয়ে যাবে শ্রেণীমতে,
রাখবে মনে বড়জনে
জীবন গড়ার ব্রতে।

সকাল-বিকাল পড়তে বসবে
রুটিন নিয়ম জানি,
স্কুলে যাবে নিয়মিত
স্যারের কথা মানি।

ধর্মচর্চায় মনোনিবেশ
করবে আপনমনে,
কর্মবিনে শান্তি নাহি
জানবে ত্রি-ভূবনে।

বাবা বলতেন সবসময়
ধর্ম ধার্মিককে রক্ষা করবে,
বৌদ্ধ ধর্ম মানবতার ধর্ম
সদা আচরণ কবে যাবে।

বুকে রেখ সৎসাহস
রাখবে মনোবল,
মন্দ কথায় কান না দিয়ে
চলবে অবিচল।

কারো মনে কষ্ট দেওয়া
অতি খারাপ কাজ,
বাবার কথায় সত্য পথে
চলতে হবে আজ।

বড়ই বেশী পড়ছে মনে
বাবার অমর কথা,
বাবার দেওয়া উপদেশ
মানবো যথা-তথা।
————–

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email