
কৌতূহলী নদী
পূরবী বড়ুয়া
পদ্ম হাতে দাঁড়িয়ে একা, আছি পথের পরে,
তোমার চোখে সবুজ আলো চলার নেশা ধরে।
আকাশজুড়ে খেয়ালি মেঘ, পরেছে শাদা শাড়ি
ওই আকাশে,আমিও দেবো তোমার সাথে পাড়ি।
শিউলিঝরা সকালজুড়ে পুজোর স্মৃতি ভাসে
যুদ্ধশেষে জীর্ণপাতা মায়ের মতো হাসে।
হৃদয় নিয়ে খেলা যখন শেষের দ্বারপ্রান্তে।
সূর্য হাসে শিশির বুকে মাটির কথা জানতে।

মনপাড়াতে জীবনজুড়ে জড়ায় ভালোবাসা
মাটির বুকে প্রণয়সুখে ছড়ায় তার আশা।
দিনের শেষে হিসেব কষে কৌতূহলী নদী,
দ্বিধায় পড়া পাথর চোখ ভাসায় তরী যদি।
আশারা সব নুনের মতো জলের বুকে নত,
হাসুক যত ঝরা পাতার বিষাদ বিক্ষত।
————-//———–
নিউজটি পড়েছেন : ২০৩