
পান্ডুলিপির ইতি
ফারজানা আফরোজ
বিহঙ্গ হয়ে উড়ছিলাম স্বপ্নডানায়-
তপ্ত মরুতে শীতলতার ছোঁয়ায়
স্নিগ্ধ ভোরের শুভ্র কুয়াশায়,
প্রদীপ জ্বালা আঁধার সাঁঝবেলায়
তোমায় খুঁজে পেয়ে।
তোমায় খুঁজে পেয়েছিলাম কবিতার ছন্দে
কুঞ্জে কুঞ্জে,পুষ্পে পুষ্পে,
কৃষ্ণ কালো নয়ন ছবিতে
মেঘাচ্ছন্ন বিষন্ন প্রকৃতির মাঝে।
শ্রাবণের ধারার মতন হারিয়ে
খুঁজেছি তোমায় দূরে সুদূরে।
আসবে বলে সাজানো হয়েছিল বরণ ডালা
বেলি ফুলের মালায় জড়ানো।
শ্রাবণের ধারার মতন হারিয়ে গেলে।
নৈঃশব্দের কোলাহলে শূন্য বিলে
বিষাদ এসে ভর করে বিকেলের খামে,
সকালের মিহি রোদ কখনো হয় সাঁঝবেলা।
উড়িয়ে দিলাম চিঠি,
নীল খামে মেঘেদের দলে।
দেখা হবে না আর কোনো গোঁধুলি বেলায়
ফিরব না কোন বিহঙ্গের ঝাঁকে।
দূর সীমানায় চলে গেলাম একা তরী বেয়ে
প্রিয়ার লেখা শেষ চিঠি শিশিরের কাছে,
চিঠির ভেতরে গোলাপের শুকনো পাপড়ি
সাথে ময়ূরের রঙ্গিন পেখম।
ভালোবাসার গল্পটার হলো না শেষ
পান্ডুলিপিটার ইতি এখানেই টানা হলো,
খামখেয়ালি চিঠিটার এখানেই সমাপ্তি
কোনো প্রেম গীতি হলো না এই ভালোবাসা।
নিউজটি পড়েছেন : ২২৭