শনিবার,২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোকদিবস পালন

অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোকদিবস পালন

মোহাম্মদ আব্দুল্লাহ

রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী স্মরণে রাউজান পূর্বগুজরাস্থ অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোকদিবসের দিনব্যাপী কর্মসূচির মধ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাসনরত্ন সুমিত্তানন্দ থের’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য সমীরণ বিকাশ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য সুভাষ চন্দ্র বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। স্বাগত ভাষণ প্রদান করেন প্রধান শিক্ষক রনজিত বড়ুয়া, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশনেন সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার বড়ুয়া, শিক্ষক-শিক্ষিকার মধ্যে রূপন দাশ, শচীনাথ শীল, কৃষ্ণা রাণী বড়ুয়া, উদয়শ্রী বড়ুয়া, শিখা ধর, কাজী মো: শহীদ উল্লাহ, সর্বধন বড়ুয়া, নীলা বড়ুয়া, নিউটন বড়ুয়া, স্বপন বড়ুয়া, পূর্ণিমা রুদ্র, লেনিন বড়ুয়া প্রমূখ শিক্ষকবৃন্দ। এছাড়া শিক্ষার্থীবৃন্দ কবিতা আবৃত্তি ও গানে-গানে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email