
“নিমন্ত্রণ”
জিতেন্দ্র লাল বড়ুয়া
বন্ধু তোমায় নিমন্ত্রণ
আসবে আমার বাড়ি,
নতুন চালের পিঠা খাবো
আর করোনা দেরী।
নবান্নের এই আগমনে
মামার বাড়ি যাবো,
একসাথে দু’জনে
বেড়াবো আর খাবো।
ঋতুর মধ্যে শীত ঋতু
রুপে অপরুপ,
দেখবো এবার ঘুরে ঘুরে
গ্রাম বাংলার রুপ।
কুয়াশা ঝরা শীতের সকাল
রোদ পোহাব মোরা,
মিষ্টি মিষ্টি সূর্যের আলোয়
জেগে উঠবো আমরা।
পিঠা পুলি খেজুর রসে
ভরপুর এখন,
তুমি আসলে মজা হবে
ঘুরে দেখবো তখন।
ধান কাটা শেষ হলো
খালি হলো বিল,
ফুটবলে মেতে উঠবো
খেলবো সারাদিন।
আঁকা বাঁকা মেটো পথে
হাঁটবো সুজন,
সবুজ শ্যামল প্রকৃতি
দেখবো দু’জন।
গ্রাম বাংলার দৃশ্য দেখা
গৌরবের বিষয়,
অপরুপ সৌন্দর্যে ভরা
জানিবে নিশ্চয়।
প্রকৃতির ছায়া মায়া
দেখতে লাগে বেশ,
গ্রাম বাংলার রুপ কখনো
দেখা হয়না শেষ।
বন্ধু তুমি নিমন্ত্রণ
গ্রহণ করো এবার,
চলে এসো আর দেরী নয়
অপেক্ষায় থাকবো আবার।
————–
নিউজটি পড়েছেন : ১৭১