রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হিমালয় সম হৃদয় যার —- শান্ত মুসাফির 

হিমালয় সম হৃদয় যার
—- শান্ত মুসাফির 

আমার কখনো হিমালয় দেখা হয়নি,
ছোটবেলা থেকে হিমালয় সমান বিশাল হৃদয়ের
বন্ধুসম এক পিতার গল্প শুনেছি।
পুরো বাংলাদেশটা যিনি বুকে ধারণ করে চলতেন।
আগলে রাখতেন দেশের মানুষকে নিজের সন্তানের মতন।
বন্ধুর মত ‘তুমি’ সম্বোধন করে তিনি কবিতার মত কথা বলতেন।
বাঙালি জাতিকে উপদেশ দিতেন, প্রেরণা দিতেন।
দেশকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখতেন, বাস্তবায়নের পথ দেখাতেন।
অস্থির সময়গুলোতে তার কথা শুনে মানুষ আশ্বস্ত হতো।
নিজের দেশের জনগণকে খুব বিশ্বাস করতেন তিনি,
বড্ড বেশি ভালোবাসতেন।
শত্রুর সকল অপচেষ্টাকে ব্যর্থ করে
আমাদের এনে দিয়েছিলেন শ্যামল সুন্দর স্বাধীন দেশ।
তার বিশাল কাঁধে ভর করে যুদ্ধ বিধ্বস্ত নতুন দেশটা কেবল উঠে দাঁড়াতে শিখছিলো; আর তখনই –
আমরা আমাদের গর্বের হিমালয় পর্বতটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেললাম।
যার সাথে তার শত্রুরাও চোখে চোখ রেখে কথা বলতে সংকোচবোধ করতো,
তাকে আমরা অবলীলায় হত্যা করলাম !
এই কি তার প্রতি আমাদের ভালোবাসার প্রতিদান?
তার এক কথায় যে বাঙালী জাতি ঝাঁপিয়ে পড়েছিল শত্রু মোকাবেলায়,
সেই আমরাই কি করে পারলাম এই ঘৃণ্য কাজ করতে?
ক্ষমা করো পিতা; আমার মাথা নত হয়ে আসে,
লিখতে পারি না আর, কলম আটকে যায়।
ভালো থেকো বঙ্গবন্ধু ওপারে,
আশির্বাদ করো আমাদের, আর যেন ভুল না হয়,
তোমার স্বপ্নের সোনার বাংলা যেনো গড়তে পারি,
তোমার‌ই দেখানো রাস্তায়।।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email