রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগীশিক চকবাজার থানা সংসদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্টিত

বাগীশিক চকবাজার থানা সংসদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্টিত

নিউজ ডেক্সঃ-বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের আওতাধীন চকবাজার থানা (২০২৩-২০২৫)সংসদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়।গত ১২আগষ্ট শুক্রবার চকবাজার থানা সংসদের সভাপতি উত্তম কুমার চক্রবর্তী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক এর সঞ্চালনায় চকবাজারস্থ কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্টিত হয়।উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মহানগর সংসদের পৃষ্ঠপোষক উত্তম মহাজন নব।আর্শীবাদক ছিলেন চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা ও বিশিষ্ট ধর্মতত্ত্ববীদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক।প্রধান অতিথি ছিলেন মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী।মহান অতিথি ছিলেন মহানগর সংসদের সাবেক সহ-সভাপতি ও চকবাজার থানা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আশীষ কুমার পাঠক,মহানগর সংসদের সিনিয়র সহ-সভাপতি লায়ন প্রদীপ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা: অর্পূব ধর।বিশেষ অতিথি ছিলেন মহানগর সংসদের শিক্ষা বিষয়ক সম্পাদক রনি চক্রবর্তী, মহানগর সংসদের সদস্য অনিল আচার্য্য,চকবাজার থানা সংসদের উপদেষ্ট ডা: স্বপন কুমার চৌধুরী ও অধ্যাপক পিন্টু শীল। অনুষ্ঠানের শুরুতে বাগীশিক চকবাজার থানা সংসদের পরিচালিত গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীবৃন্দ সমস্বরে শ্রীমদ্ভগবত গীতা থেকে পাঠ করেন এবং গীতা শিক্ষিকাবৃন্দরা সমস্বরে সংগীত পরিবেশন করেন।স্বাগত বক্তব্য প্রদান করেন, চকবাজার থানা সংসদের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি উত্তম বিশ্বাংগ্রী,সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী।আরো উপস্থিত ছিলেন বিকাশ রায়,শিবুপ্রসাদ দাশগুপ্ত,সাংবাদিক সুমন দাশ,তাপস মহাজন,সুমন দাশ,কাজল কান্তি দে,মেরী দত্ত,মানসী ধর,কনোজ কুমার শীল,সঞ্জয় দত্ত, বাবলী পাল,তাপস দেব বাচ্চু,লিলি পাল,তরুণ ভট্টাচার্য্য,বীনা পাল,সোমা সিংহ,পান্না ধর,আকাশ চৌধুরী, উত্তম বোস,রতন সাহা,অরুপ গুপ্ত ও পিন্টু দাশ প্রমূখ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email