সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জিএসসিসি তে সিএফএইচ এ নতুন এম্বাসেডর হলেন সাব্বির

জিএসসিসি তে সিএফএইচ এ নতুন এম্বাসেডর হলেন সাব্বির

ক্যাম্পাস(DSSC)প্রতিনিধিঃকাম ফর হিউম্যানিটি (সিএফ এইচ) এর ক্যাম্পাস এম্বাসেডর হলেন অর্থনীতি বিভাগের (২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোমান ইসলাম সাব্বির।তিনি ২০১৯ ও ২০২০ সালে গাংনী উপজেলা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন।

কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ)হলো মেহেরপুর ভিত্তিক একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।এদের উদ্দেশ্য হলো মানবিক বাংলাদেশের স্বপ্ন পূর তথা মানবিক দেশ গড়া,স্বপ্নবাজ তারুন্যের সাথে। এটি অন্যতম সুনামধন্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।যারা মানবতার জন্য কাজ করে

নতুন এম্বাসিডর সাব্বির বলেন ক্যাম্পাসে তার উদ্দেশ্য হল হতদরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়ানো, তাদের উন্নয়নে কাজ করা।কোন মেধাবী যদি টাকার অভাবে অকালে ঝরে না পরে তা নিশ্চিত করা।উপবৃত্তির ব্যবস্থা করা। এছাড়াও তিনি তাদের সংগঠনের নতুন ক্যাম্পেইন গ্রীন ক্যাম্পাস,ক্লিন ক্যাম্পাস সম্পর্কে বলেন, তিনি তার ক্যাম্পাসের খালি ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করবেন এবং ক্যাম্পাস পরিষ্কার ও সুন্দর রাখার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন।তিনি সংগঠনের কার্যক্রম ও সুফল সোহরাওয়ার্দী কলেজের সকল ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিতে চায় ।

তারা মানচিত্রে একে দিতে চায় মানবিক সমৃদ্ধশীল বাংলাদেশের নাম। মামুনুর রশিদ বিজন এর নেতৃত্বে এটি ১৯১৮ সালের ১২ সেপ্টেম্বর যাত্রা শুরু করে।বর্তমানে এখানে প্রায় পাঁচ হাজার জন স্বেচ্ছাসেবী রয়েছে।এই সংগঠনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বন্যার্তদের সাহায্য করা, অস্বচ্ছলের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ কার্যক্রম ইত্যাদি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email