রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগ নেতা মোঃ ইব্রাহীম এর মৃত‌্যু বা‌র্ষিকী উপল‌ক্ষে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠি‌ত

আওয়ামীলীগ নেতা মোঃ ইব্রাহীম এর মৃত‌্যু বা‌র্ষিকী উপল‌ক্ষে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠি‌ত

মহানগর (সিলেট)প্রতি‌নি‌ধিঃ-২০০৪ সা‌লে ‌সি‌লেট তালতলা হো‌টেল গুলশা‌নে ভয়াবহ গ্রেনেট হামলায় নিহত আওয়ামীলীগ নেতা মরহুম মোঃ ইব্রাহীম এর ১৮তম মৃত‌্যু বা‌র্ষিকী উপল‌ক্ষে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠি‌ত হয়।

সভাপ‌ত্বি ক‌রেন মরহুম মোঃ ইব্রাহীম এর ছোট ভাই মোঃ জাফর ও বাবলা এন্ড ব্রার্দাস এর স্বত্তাধীকারী হাজী মোঃ র‌ফিকুল আলম। দোয়া প‌রিচালনা ক‌রেন মাও: মাহামাদ্দুল হাসান, মাও: শামশুল জামান।

এসময় উপ‌স্থিত ছি‌লেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ আব্দুল খা‌লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাংগঠ‌নিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, হাসান মা‌র্কেটের সভাপ‌তি হাজী রইছ আলী চেয়ারম‌্যান, সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউ‌ন্ডেশন কেন্দ্রীয় ক‌মি‌টি’র প্রতিষ্ঠাতা আহবায়ক ‌মোঃ শ‌হিদুল ইসলাম, বি‌শিষ্ট ব‌্যবসায়ী এ.এইচ চৌধুরী সে‌লিম, শ‌হিদ আহমদ ও সমাজ কর্মী আ‌মিনুল ইসলাম বাবলা, মো‌মিনুল ইসলাম বাবর, এবং জেলা ও মহানগর‌রের নেত্রবৃন্দ সহ সি‌নিয়র রাজনী‌তি‌বিদ, সমাজ সেবক, ব‌্যবসায়ী মহ‌লের সু‌ধীজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email