
” প্রজন্মের উত্তরাধিকার ” কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী স্মরণে ‘ উচ্চারণগুলো শোকের ‘
কামাল উদ্দিন(চট্টগ্রাম মহানগর)প্রতিনিধিঃ– অনুষ্ঠান গত ৪ আগস্ট ‘২৩ বিকাল পাঁচ ঘটিকায় ‘ বাংলাদেশ — ভারত কালচারাল আর্টস অ্যান্ড কালচারাল এ্যালায়েন্স অফিসে’ “প্রজন্মের উত্তরাধিকার ” এর সভাপতি, আলহাজ্ব মোঃ মনির উদ্দিন এর সভাপতিত্বে আবৃত্তি, সংগীত, বঙ্গবন্ধুর ভাষণ, অভিনয় ও কথামালায় অনুষ্ঠানে প্রথমে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন করে আদৃত্য বৈদ্য ও তার দল। কবিতা পাঠ করেন শিক্ষক বিজয় শংকর চৌধুরী, অ্যাড. সনজীবন চৌধুরী, অধ্যক্ষ জনার্দন বণিক, শিক্ষক লিটন কুমার চৌধুরী, মিল্টন রায় চৌধুরী, রতন মজুমদার, নাট্যজন সুচরিত চৌধুরী, শ্যামল বৈদ্য,তন্বী দাশ,ত্রিবেণী পাল, অরূপ বড়ুয়া, তৃষা দে,শায়ন দে, অমর্ত্য চক্রবর্তী।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনোজ কুমার দেব,আলোচনায় অংশ গ্রহণ করেছেন – চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুস সালাম, সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, সিটিবি চেয়ারম্যান বাবু অরুণ মল্লিক, মাস্টার অজিত কুমার শীল, ডাঃ নারায়ণ মজুমদার, অধ্যাপক প্রদীপ কুমার দাশ, পীযুষ কান্তি পাল,শিক্ষক উত্তম চক্রবর্তী, নুপুর দাশগুপ্ত, সৈকত চৌধুরী, আশীষ চৌধুরী, এশিয়ান টিভির চট্টগ্রাম প্রধান সরোয়ার আমীন বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় সমন্বায়ক বাবু শ্যামল বিশ্বাস।