সোমবার,২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হযরত শাহ জালাল ইয়ামেনী (র.) এর ৭০৪তম ওরশ শরীফ আয়োজন করলেন সাবেক মেয়র এম. মনজুর আলম

হযরত শাহ জালাল ইয়ামেনী (র.) এর ৭০৪তম ওরশ শরীফ আয়োজন করলেন সাবেক মেয়র এম. মনজুর আলম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলম বলেছেন, বাংলাদেশ অলিআউলিয়াদের পূণ্যভুমি। এদেশে আল্লাহর বিশেষ রহমত প্রতিনিয়ত বর্ষিত হয়। সুজলা-সুফলা, সোনার বাংলার মানুষ আল্লাহর ওলিদের উছিলায় সংকট ও দুর্বিপাক থেকে মুক্ত থাকে। তিনি বলেন, এদেশে নানামুখী সংকট ও ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের উপর আল্লাহতায়ালা প্রতিনিয়ত রহমত বর্ষণ করে যাচ্ছে। সাবেক মেয়র আরো বলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা সুন্নিয়তের খাদেম। তিনি অলিআউলিয়াদের ভক্ত ও তাদের প্রতি শ্রদ্ধাশীল। গত ৯ জুন ২০২৩ খ্রি. শুক্রবার, বাদে জুমা হযরত শাহজালাল ইয়মেনী (র.) এর ৭০৪তম ওরশ শরীফ উপলক্ষে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে সাবেক মেয়র এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অত্র ট্রাস্টের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম। এতে আরো আলোচনা করেন, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, তরুণ শিল্পপতি আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, সাবেক উপাধ্যক্ষ আলহাজ¦ মোহাম্মদ বাদশা আলম, সৈয়দ মোহাম্মদ আবেদ আবদুল্লাহ মনজুর আলম, সোয়াম আবদুল্লাহ মনজুর আলম, নায়েফ আবদুল্লাহ মনজুর আলম সহ অন্যরা। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুছ রজভী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email