চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলম বলেছেন, বাংলাদেশ অলিআউলিয়াদের পূণ্যভুমি। এদেশে আল্লাহর বিশেষ রহমত প্রতিনিয়ত বর্ষিত হয়। সুজলা-সুফলা, সোনার বাংলার মানুষ আল্লাহর ওলিদের উছিলায় সংকট ও দুর্বিপাক থেকে মুক্ত থাকে। তিনি বলেন, এদেশে নানামুখী সংকট ও ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের উপর আল্লাহতায়ালা প্রতিনিয়ত রহমত বর্ষণ করে যাচ্ছে। সাবেক মেয়র আরো বলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা সুন্নিয়তের খাদেম। তিনি অলিআউলিয়াদের ভক্ত ও তাদের প্রতি শ্রদ্ধাশীল। গত ৯ জুন ২০২৩ খ্রি. শুক্রবার, বাদে জুমা হযরত শাহজালাল ইয়মেনী (র.) এর ৭০৪তম ওরশ শরীফ উপলক্ষে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে সাবেক মেয়র এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অত্র ট্রাস্টের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম। এতে আরো আলোচনা করেন, সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, তরুণ শিল্পপতি আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, সাবেক উপাধ্যক্ষ আলহাজ¦ মোহাম্মদ বাদশা আলম, সৈয়দ মোহাম্মদ আবেদ আবদুল্লাহ মনজুর আলম, সোয়াম আবদুল্লাহ মনজুর আলম, নায়েফ আবদুল্লাহ মনজুর আলম সহ অন্যরা। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুছ রজভী।