সোমবার,২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আর্চারী কমিটি গঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আর্চারী কমিটি গঠিত

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত আর্চারী লীগে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র-চট্টগ্রামের মত বিনিময় সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ৯ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় আইস ফ্যাক্টরী রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম, মোঃ মসিউর রহমান চৌধুরী, ক্লাব কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ আলম যুদ্ধাহত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকু প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে এন.এইচ.টি হোল্ডিংস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির তৈয়মুর মোরশেদকে চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব মোঃ কামরুল হুদা পাভেলকে সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আর্চারী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, মহানগর যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলক বড়ুয়া, আশরাফুল আলম চৌধুরী, ম্যানেজার সৈয়দ মইনুল আলম সৌরভ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email