
চট্টগ্রাম ৮ আসন উপ-নির্বাচন উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধিঃ-
অদ্য ১১ ঘটিকা (২৫ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন চট্টগ্রাম ০৮ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের পরিকল্পনা ও ভাবনা বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেনঃ
নোমান আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও চট্টগ্রাম ০৮ আসন উপ-নির্বাচনে সংসদ সদস্য পদ প্রার্থী।
এছাড়াও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী,
আ জ ম নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
নঈম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।
মোঃ শফর আলী, সহ-সভাপতি, জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয়।
মফিজুর রহমান, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগসহ প্রমূখ।
বক্তব্যে বলেন, চট্টগ্রাম ০৮ আসনের উপ-নির্বাচনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ হতে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নোমান আল মাহমুদ আগামী ২৭ এপ্রিল ২০২৩খ্রিঃ চট্টগ্রাম ০৮ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত হলে শত বছরের কালুরঘাট সেতু মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে অধিভুক্ত করে দ্রুত সময়ে বাস্তবায়নের প্রচেষ্টা,
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণাপত্র সম্বলিত স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ, কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে অবস্থিত বাস টার্মিনালটি শাহ আমানত সেতুর নিকট স্থান্তার করে সেখানে শেখ রাসেল নামে একটি শিশু-কিশোর খেলার মাঠ বা স্টেডিয়াম গড়ে তোলাসহ ১৯টি পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেন।
নিউজটি পড়েছেন : ১৭৩