সোমবার,২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দেবপ্রিয় বড়ুয়া প্লাটিনাম জয়ন্তী উদযাপন পরিষদের সাথে ঢাকাবাসীর সাথে মতবিনিময় সভা

ডেক্স নিউজঃ-

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র যুগ্ম-মহাসচিব, বিশিষ্ট সংগঠক, জাতীয় বৌদ্ধ নেতা মি. দেবপ্রিয় বড়ুয়া’র প্লাটিনাম জয়ন্তী উদযাপনের লক্ষে গঠিত “দেবপ্রিয় বড়ুয়া প্লাটিনাম জয়ন্তী ও আজীনন সম্মাননা পরিষদ গত ২৪ এপ্রিল, সন্ধ্যে ৮.৩০ ঘটিকায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রধান কার্যালয়, ধর্মরাজিক মহাবিহার প্রার্থনা হলে দেবপ্রিয় বড়ুয়া প্লাটিনাম জয়ন্তী উদযাপন ও আজীবন সম্মাননা পরিষদ এর সাথে নব গঠিত ঢাকা সাংগঠনিক কমিটির সাথে এক মতবিনিময় সভা প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় প্লাটিনাম জয়ন্তী ও আজীবন সম্মাননা পরিষদের সভাপতি প্রফেসর ডা: উত্তম কুমার বড়ুয়া পরিষদের বিগত বিভিন্ন সভার সিদ্ধান্ত সমূহের মধ্যে দেবপ্রিয় বড়ুয়ার কর্ম ও কীর্তি নিয়ে প্রায় ৫০০ পৃষ্ঠার স্মারক গ্রন্থ প্রকাশনা, উপহার সামগ্রী, ডকুমেন্টারি, অনুষ্ঠানের অভ্যাগত স্বদেশ-বিদেশের অতিথিবৃন্দ যারা কনফার্ম করেছেন সেসব সবিস্তারে সভাকে অবহিত করেন এবং সকলের মতামত প্রত্যাশা করেন। এব্যাপারে দেবপ্রিয় বড়ুয়ার বিশাল পশ্চাৎভূমি প্রচার সংঘ ও বৌদ্ধ বিশ্ব যা “রিভিল্ড কম্ম” হিসেবে আগামী ১২ মে শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে দেখানো হবে। এব্যাপারে সকলের সহযোগিতা ও উপস্থিতি তাঁর গুণগ্রাহী ও হিতাখাংকীদের আহবান জানানো হয়েছে।

সভায় বক্তব্য রাখেন ভদন্ত শ্রদ্ধানন্দ থেরো, ভদন্ত স্বরুপানন্দ ভিক্ষু, প্রধান শিক্ষক অনুপম বড়ুয়া, রীনা তালুকদার, কিশোর বড়ুয়া, কল্লোল বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, লিটন কে বড়ুয়া, মৈত্রী বড়ুয়া, ডঃ নীরু বড়ুয়া, তন্দ্রা বড়ুয়া, নয়ন বড়ুয়া প্রমুখ ঢাকা সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ অত্যন্ত গঠনমূলক বক্তব্য রাখেন ও সকলে অনুষ্ঠানকে ঋদ্ধ করতে যা যা প্রয়োজন এরকম সব্যসাচী ব্যক্তির আজীবন সম্মাননায় যাঁরা উদ্যোগী হয়েছেন তাঁদের ভূঁয়শী প্রশংসা করেন।

সকলে সার্বিক সহযোগিতা ও উপস্থিতির মাধ্যমে জয়ন্তী নায়ককে আজীবন সম্মাননা দিতে পরাঙ্মুখ হয়ে আছেন। তারা সকলে অতিসত্তর আর একটি সভায় মিলিত হয়ে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা যায় তার উপর গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। জয়ন্তী নায়ক আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email