বুধবার,২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কবি ও কবিতা

বিশ্বজিত বড়ুয়া

প্র

আমি এখন কবিতা লিখি না
সব কবিতায় সত্যের আড্ডাখানা।
সমাজে কেউ এখন সত্য খায় না
সবাই চায় তেল, তেলের আনাগোনা।
সত্য বললে ভাগ্যে জোটে বস্তা
দাম নেই দাম নেই; মানুষ খুবই সস্তা।
তাই এই মুখে মেরে দিলাম তালা
কানে দিলাম তুলা হলাম কালা।
চোখ তোর্ আবার কাজ কী? তুই বন্ধ থাক!
সামনে দিয়ে যা কিছু যাবে যাক!
মনের কথাগুলো করে গুণগুণ
মনকে বলি তোর কথা তুই-ই শোন!
ঘোর অন্ধকার একদিন কেটে যাবে
পথের মধ্যে আলো খুঁজে পাবে।
আলো খুঁজে পেতেই হবে; না হয়
উফ্ বহুকাল অন্ধকার তো প্রলয়!


বৈদূর্য

মানুষ সকালের উদিত সূর্য
মহাপৃথিবী হবে বৈদূর্য।
যেখানে রবে না অমনুষ্য
থাকবে শুধু জ্ঞানী মনুষ্য।
আর চাই না সংঘাত বা মারামারি
সবাই আপনজন যাবো না ছাড়ি।
স্বর্গ বানাতে চাই এই ধরণী
ফুলে আর ফলে ভরা তরণী।
তাহাও দুষ্কর কার্য হবে না
মানব পারিবে তা আমার জানা।
প্রতিষ্ঠিত হোক ধরা জীবন দান
সকল মানুষের হোক এই অধিষ্ঠান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email