শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কব ও কবিতা

কবিঃ-ফারজানা আফরোজ

ছুটছি আমি সকাল-দুপুর

পাহাড়, পর্বত, ঝর্ণাধারা
ভীষণ ঘোরাঘুরি,
টেকনাফ থেকে তেঁতুলিয়া
পাখনা মেলে উড়ি ।

অরণ্য, বন, ঝুলন্ত ব্রিজ
চিড়িয়াখানার প্রাণী,
দেখতে ভারি সুন্দর লাগে
আমরা সবাই জানি।

সফর সঙ্গী পুষি বিড়াল
বিংগো প্রিয় ডগি,
মামা এলো সঙ্গে নিয়ে
প্লেট, গ্লাস আর মগই।

গিটার বাজে,তবলা বাজে
নাচছে পায়ের নূপুর,
গান ধরেছে পোষা ময়না
ছুটছি সকাল-দুপুর।

মিষ্টি সকাল, ক্লান্ত দুপুর –
ফিরছি ঘরে আবার,
দিন কেটে যায় এমনি করে
ভোজন হলো সাবাড় ।


কবিঃ-রবি বাঙ্গালী

জুঁই হত্যার বিচার চাই

চাঁদপানা মুখ ছোট্ট মণি
বাবা মায়ের স্বপ্ন,
হাজার রঙে স্বপ্ন বুনা
অমূল্য যে এক রত্ন।

গায়ের ঘামে কামায় টাকা
কন্যার সুখের জন্য,
সেই কন্যাকে কেড়ে নিল
ধর্ষক পশু বন্য।

জুঁই ছিল তার প্রাণ ভ্রমরা
রোজ বলতো সে কথা,
ভিডিও কলে আবদার করে
আসবে কবে যথা।

বুকের পাঁজর শূন্য আজি
জুঁই বিহনে মায়ে,
মুক বদনে ধূসর চোখে
বাবা বিচার চায়ে।

ঘাতক যারা পড়ছে ধরা
ন্যায় বিচারটা চাওয়া
পরকালে জুঁইয়ের জন্য
এইটুকু সুখ পাওয়া।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email