শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কবি ও কবিতা

কবি-কনক প্রদীপ বড়ুয়া

প্রভু


সারাটি জীবন প্রয়োজন ছাড়া
তোমায় ডাকিনী কভু রব।
তবুও তুমি উদার হস্তে
আমায় দিয়েছো সব।

মানব জাতি বড়ই স্বার্থপর
ডাকে না তোমায় প্রভু।
তবু তুমি বেঁচে থাকার যা প্রয়োজন
বন্ধ করনি কভু।

প্রকৃতি আমায় সব দিয়ে যায়
আমি দিলাম কি।
লাঞ্ছনা আর অত্যাচার ছাড়া
কিছুই দেইনি।

মা-বাবাও মোদের লালন করে
কিছুই চায় না।
সবাই যেন ভালো থাকি
উপকারীদের ভুলনা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email