সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চুরি মামলার ৬ আসামী গ্রেফতার ও স্বর্নালংকারসহ নগদ অর্থ উদ্ধার

চুরি মামলার ৬ আসামী গ্রেফতার ও স্বর্নালংকারসহ নগদ অর্থ উদ্ধার

সিএমপি কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে চুরি মামলার ঘটনার ১০ ভরি স্বর্নালংকার ও ৩ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার সহ ০৬ জন আসামী গ্রেফতার

কোতোয়ালী থানার এসআই/ইমাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ২২ এপ্রিল ২০২৫ তারিখ রাত ৬ ঘটিকার সময় সিএমপি বিভিন্ন থানাধীন অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার মামলা নং-১০, তাং-০৬/০৪/২০২৫, ধারা-৪৫৭/৩৮০পেনাল কোড এর তদন্তপ্রাপ্ত আসামী ১। নুর উদ্দিন প্রঃ নুরু প্রঃ আলী (৩১), ২। হান্নান হোসেন (২৫), ৩। হৃদয় হাওলাদার (২৫) গ্রেফতার করেন । তাদেরকে জিজ্ঞাসাবাদ কালে তারা জানায় যে, ০১ নং আসামীর বাসায় চোরাইকৃত টাকা, ইউএস ডলার, ইন্ডিয়ান রুপি এবং স্বর্নালংকার বিক্রিয়লব্দ অর্থ  রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের তথ্য মতে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ রেললাইন সংলগ্ন হাজী মজলিশ মিঞা কলোনী নীচতলায় অভিযান পরিচালনা করিয়া ০১ নং আসামীর বাসা তল্লাশীকালে ০১ নং আসামীর স্ত্রী ০৪ নং আসামী কুলসুম বেগম (২৫), এর হেফাজত হতে নগদ- ৩,৪৫,০০০/-টাকা ও একটি স্বর্নের চেইন উদ্ধার করে এবং বাকী স্বর্নালংকার এর কথা জিজ্ঞাসাবাদ করলে ০১ নং আসামী জানায় তার পরিচিত স্বর্ণের দোকানদার ৫ নং আসামী মানিক চন্দ্র সিংহ (৫৬) এর দোকানে বিক্রয় করেছে। পরবর্তীতে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ রেললাইন সংলগ্ন স্বর্ণের দোকানদার মানিক চন্দ্র সিংহের “মা শিল্পকার জুয়েলার্স” নামীয় দোকানে অভিযান পরিচালনা করে উক্ত দোকনদার আসামী ৫। মানিক চন্দ্র সিংহ (৫৬) হেফাজতে হতে একটি স্বর্ণের আংটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। চুরি হওয়া অন্যান্য স্বর্নালংকার এর কথা জিজ্ঞাসাবাদ কালে সে জানায় বাকী স্বর্নালংকার গলিয়ে কোতোয়ালী থানাধীন হাজারীগলি হাজারী মার্কেট ৬ তলা “নাহা ম্যানুফ্যাকচার” নামীয় দোকানে বিক্রি করেছে। পরবর্তীতে কোতোয়ালী থানাধীন হাজারীগলি হাজারী মার্কেট ৬ তলা “নাহা ম্যানুফ্যাকচার” নামীয় দোকানে অভিযান পরিচালনা করে আসামী ৬। রিপন চন্দ্র পাল (৪৬) এর হেফাজত হতে ৯.৩ ভরি গলানো স্বর্ণ উদ্ধার পূর্বক জব্দ করে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email