
ফারজানা আফরোজ
হবে কি বাগিচা
এ ধরা কি হবে সাজানো বাগিচা?
উড়বে যেথা সাদা পায়রা।
বসন্তের আবীর রাঙ্গাক ধরায়।
গোলাপ পাপড়িতে ছড়াক প্রণয়।
দেশে দেশে হোক অটুট বাঁধন,
যেথা সোনা মাখা রোদে,
কেটে যাবে অমানিশা মেঘ,
জোৎস্না হাসবে নিঝুম রাত।

দখিন হাওয়ায় আসবে কি চিঠি?
ভালোবাসার নীল খামে।
নেই যুদ্ধ ,নেই হানাহানি,
শান্তির কেতন উড়াব চারিদিক।
কেন হবে আর হৃদয় ভার?
তুমি,আমি সবাই মিলে,
খুলব মোদের নতুন দ্বার।
ছড়াবে কি অশথের উদার শীতলতা?
জয়গান হবে কেবলই মানুষের,
হিংসা,ক্রোধ ধূলোয় রবে।
এ দেশ ও দেশ সব দেশ মিলে-
এক বিশ্ব,একই সূর্য,তারা,
আজি মিলনের সুরে সকলে গাইবে,
হৃদয়ে বাজুক নতুন প্রান।
সত্য,ন্যায়ের হবে কি জয়?
বদলে যাক এ নতুন ধরা।
আশাহত মুখ,বিদীর্ণ পৃথিবী,
এ ছবি হোক মুছে যাওয়া ছবি,
প্রতিধ্বনি হোক একই আওয়াজ।
ক্রন্দন, মৃত্যু হবে কি দূর?
বিচিত্র আকাশ হোক বিশাল।
বিশ্ব মানচিত্র একই আঁকা,
এই খেলাঘর স্বপ্নে ভরা।
দিবাকরের আলো উজ্জ্বল হোক,
দিনলিপিতে থাকুক আলোকচ্ছটা।