শুক্রবার,১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম চকবাজার থানা পুলিশ তৎপরতায় ফিলিস্তিনের গাঁজা এলাকায় বর্বর বোমা হামলার প্রতিবাদ মিছিলে থাকা দুষ্কৃতিকারী ১ জন গ্রেফতার

 ফিলিস্তিনের গাঁজা এলাকায় বর্বর বোমা হামলার প্রতিবাদ মিছিলে থাকা দুষ্কৃতিকারী ১ জন গ্রেফতার

নিউজ ডেক্স- গত ০৭ এপ্রিল২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাঁজা এলাকায় বর্বর বোমা হামলার প্রতিবাদে ৬০০/৭০০ জনের একটি প্রতিবাদ মিছিল জামালখান মোড় হতে চট্টগ্রাম কলেজ রোড হয়ে শান্তিপূর্ণ ভাবে আসার পথে মিছিলের ভিতর থেকে কতিপয় দুষ্কৃতিকারীরা অত্যাবশ্যকীয় পণ্য/দ্রব্যের উৎপাদন, বন্ঠন ও সরবরাহ কাজে ব্যাঘাতসহ সম্পদের ক্ষতিসাধন করার উদ্দেশ্যে চকবাজার থানাধীন কলেজ রোডস্থ প্যারেড কর্নারের বিপরীতে এলান রেস্টুরেন্ট নামক একটি বানিজ্যিক প্রতিষ্ঠানের গ্লাস ও রেস্টুরেন্টের শোকেজে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করতেছে মর্মে সংবাদের ভিত্তিতে চকবাজার থানার এসআই (নিরস্ত্র) ইমরানুস সাজ্জাদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ০৭/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.১৫ ঘটিকায় চকবাজার থানাধীন গুলজার মোড়ে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারী বৃহদাংশ মিছিলটি সমাপ্ত ঘোষনা করলেও ৮০/১০০ জনের খন্ডিত অংশ/দুষ্কৃতিকারীরা গুলজার মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা/ভাংচুর করার অপচেষ্টা করে। তখন চকবাজার থানা পুলিশ মিছিলে অংশগ্রহণকারী একটি বড় অংশের সহযোগিতায় উক্ত কর্মকান্ড প্রতিহত করতে দুস্কৃতিকারীদের ধাওয়া করলে তারা একত্রে দৌড়ে চট্টেশ্বরী রোডস্থ সিজিএস মোড়ের দিকে অগ্রসর হয়ে সর্বশেষ সন্ধ্যা অনুমান ১৮.৪৫ ঘটিকায় চট্টেশ্বরী সিজিএস মোড়ে সিটি সেন্টারের ফুডস কর্নার নামক একটি অত্যাবশ্যকীয় পন্য বিক্রয় প্রতিষ্ঠানে রক্ষিত কমল পানিয় পেপসি, কোকাকোলা রাস্তার উপর আচড়ে ফেলে ভাংচুর করে ক্ষতিসাধন করাকালে দুষ্কৃতিকারীদের মধ্যে হতে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু সাজিদ মনির জিসান (১৭) কে হেফাজতে গ্রহন করে এবং অন্যান্য অজ্ঞাতনামা ৮০/১০০ দুষ্কৃতিকারীরা দিকবিদিক দৌড়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে সাজিদ মনির জিসান (১৭) স্বীকার করে যে, সে ও অজ্ঞাতনামা পলাতক আসামীগন উক্ত ঘটনা ঘটিয়েছে। প্রাথমিক ভাবে জানা যায় যে, দুষ্কৃতিকারীদের চলমান মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপের প্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠান গুলোর সাইনবোর্ড, কাঁচের গ্লাস ভেঙ্গে এলান রেস্টুরেন্টে আনুমানিক ১৫,০০০/-(পনের হাজার) টাকা, এলিড ফুডসের আনুমানিক ১০,০০০/-(দশ হাজার) টাকা, বাটার ০২টি শোরুমে আনুমানিক ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা, সিটি সেন্টারের ফুডস কর্নারে আনুমানিক ২০,০০০/-(বিশ হাজার) টাকার ক্ষতিসাধন হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে চকবাজার থানা পুলিশ বাদী হয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email