
রেড ক্রিসেন্ট এর সৌজন্যে নগরীর ৩০০০ সুবিধাবঞ্চিত শিশু পেল ঈদের উপহার
নিজ্স্ব প্রতিনিধিঃ– আজ ২৮ মার্চ ২০২৫ ইং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরীর ৩০০০ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট৷ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. ছালাম এর সহযোগিতায় এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের বাস্তবায়নে নগরীর লালদীঘিস্থ সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরিতে অনুষ্টিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র এবং রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান জনাব ডা: শাহাদাত হোসেন৷ তিনি বলেন ছোট ছোট শিশুদের ঈদের খুশি ভাগ করে নিয়েছে রেড ক্রিসেন্ট।
চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকী মাসুদ এর সভাপতিত্বে এবং আ.ন.ম তামজিদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান।
আরো উপস্থিত আইসিটি মিডিয়া বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, স্ব্যাস্থ সেবা বিভাগীয় প্রধান হোসাইন মো আছির হামীম, সানাউল্লা ভুবন, নূর নাহার সাইদ সহ প্রমুখ।
