শনিবার,১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীর মহিউদ্দিন মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা,প্রশাসন নীরব

বোয়ালখালীর মহিউদ্দিন মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা,প্রশাসন নীরব


       মোঃ মহিউদ্দিন মাহমুদ মানিক

বাগে সিরিকোট তাহফিজুল কোরআন আইডিয়াল মাদ্রাসায় নিজের একমাত্র ছেলে আয়াতুল ইসলামকে হেফজ শিক্ষায় শিক্ষিত করতে নিজের ত্যাগ ও কষ্টকে হাসি মুখে বিসর্জন দিয়েছেন ৭নং ওয়ার্ড পোপাদিয়া ইউনিয়ন,বদু(ভদ)মেম্বার নিবাসী অসহায় স্বপ্না আক্তার।

অতীব পরিতাপের বিষয় যে, ভর্তি করার আনুমানিক ৫মাসেই উক্ত প্রতিষ্টানের সহকারী শিক্ষিকা শাহীনা আক্তারের অমানবিকতা আচরন, বাগে সিরিকোট তাহফিজুল কোরআন আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মাহমুদ মানিকের অদক্ষ পরিলক্ষনতা ও তপু হুজুরের ভুল সহযোগিতায় অন্ধ হয়ে বাড়ী ফিরতে হয় আয়াতুল ইসলামকে জানায় অভাগিনী মাতা স্বপ্না আক্তার।

তিনি আরো জানায়,এই ঘঠনার পরও আমি নিজেই কান্নাকাটি করে অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন  মাহমুদ মানিককে আমার ছেলের চিকিৎসা করানোর কথা বললে তিনি আমাকে বলেন” মামলা হামলা যায় পারো করো আমি কিছুই করতে পারবো না”

এক পর্যায়ে ৪ নং আসামী বোয়ালখালী সৈয়দপুর,ফতে আলী চৌধরী বাড়ী নিবাসী এস এম নাজের উদ্দিনের ছেলে এস এম নাঈম উদ্দিন  দ্বারা আমাকে চরিত্র হরনের চেষ্টা, নেতার হুমকি,মিথ্যাে মামলায় জরানোসহ একাধিক ভাবে ভয়ভীতি দেখান।

বিভিন্ন ভয়ভীতিকে উপেক্ষা করে নিজের ধর্মীকতা ও সরলতাকে সহায় করে অসহায় স্বপ্না আকতার চট্টগ্রাম বিজ্ঞ আদালতে আনুমানিক ৪ চারমাস পূর্বে নিম্মোক্ত আসামীর  বিরুদ্ধে একটি মামলা করেন।

আসামীরা হলেনঃ—————–

(১)মোঃমহিউদ্দিন মাহমুদ মানিক,(৩৫)অধ্যক্ষ বাগে সিরিকোট তাহফিজুল কোরআন আইডিয়াল মাদ্রাসা।জোটপুকুর পাড়,সারোয়াতলী,বোয়ালখালী, চট্টগ্রাম।

(২)শাহিনা আক্তার (২৪)সহকারী শিক্ষিকা, বাগে সিরিকোট তাহফিজুল কোরআন আইডিয়াল মাদ্রাসা।

(৩)তপু হুজুর (২৫)সহকারী শিক্ষক, বাগে সিরিকোট তাহফিজুল কোরআন আইডিয়াল মাদ্রাসায়।

(৪)এস এম নাঈম উদ্দিন (২৭)পিতা এসএম নাজের উদ্দিন, ফতে আলীর চৌধুরীর বাড়ী,সৈয়দপুর,বোয়ালখালী, চট্টগ্রাম।


উক্ত মামলায় ইনভেস্টিগেশন অফিসার(IO) হিসেবে  মিনহাজ নামে সাব ইন্সপেক্টকে দ্বায়িত্ব প্রদান করেন বোয়ালখালী থানা পুলিশ প্রশাসন। উক্ত অফিসার দ্বারা এখনো আসামীদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।বরং ঐ IO  সাব ইন্সেপেক্টর মিনহাজ একদিন বাদীনির বাড়ী গিয়ে বাড়ীর আশে পাশের পরিমাপ পরিদর্শন করেন বলে বাদীনি জানান।

সূত্রে আরো জানা যায়,বোয়ালখালী UNO এই মামলার ব্যাপারে IO সাব ইন্সপেক্টর মিনহাজকে অবহিত করেন।

বাদীনি বোয়ালখালী প্রশাসনসহ যথাযত কতৃপক্ষের নিকট  মামলার আসামীর গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবী জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email