
প্রবারনা
দীপিকা বড়ুয়া
বরণ বারণ মেনে এলো শুভ প্রবারনা,
মোরা এবার উৎসব করব কেউ করবে না মানা।
ফানুস উড়াবো মোরা, আনন্দ করব জাতি ভেদাভেদ ভুলে,
প্রানানন্দে নাচব,বুদ্ধকীর্তন গায়ব হৃদয়ের দ্বার খুলে।
এসো এসো সবাই মিলে বুদ্ধ,ধম্ম ও সংঘের জয়ধ্বনি করি,
পৃথিবীটাকে শান্তি,মৈত্রীর ছায়াতলে বাসযোগ্য গড়ি।
কালকে হবে হরেক রকম খাবারের আয়োজন
তারমধ্যে আছে মোদের চিড়া,কলা,নারকেল আর গুড়ের প্রয়োজন।
বিহারে যাব সকাল বিকাল, চলবে বিবিধ ধর্মাচরন।
পূন্য সঞ্চয় করব মোরা নির্বানের পদযাত্রাই গন্তব্য
পরকালের পাথেয় হবে এটাই মোদের মন্তব্য।
বৌদ্ধধর্মে বিশ্বাসে যারা এ দিবসটা সত্য বলেই জানি মোরা
এসো মোদের আনন্দে যোগদান করতে সকল জনেরা।
নিউজটি পড়েছেন : ১৫৬