
চট্টগ্রাম অটোরিকশা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন চকবাজার শাখার উদ্যোগে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত
কামাল উদ্দিন
মহানগর(চট্টগ্রাম)প্রতিনিধি চট্টগ্রাম অটোরিকশা অটো টেম্পোর শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১৪৪১ চকবাজার শাখার উদ্যোগে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠানটি আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় চকবাজার মোড়স্থ চকবাজারস্থ ওয়ালিবেগ খাঁ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
১৬ নং অটো টেম্পু রোড কমিটি, চকবাজার শাখার সভাপতি জনাব খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং চকবাজার ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর জনাব নুর মোস্তফা টিনু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী সাহেব (সিনিয়র আরবি প্রভাষক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ও খতিব সিটি কর্পোরেশন জামে মসজিদ চকবাজার) বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা আবুল হাসেম আল কাদরী (পরিচালক আনজুমান রিসার্চ সেন্টার ও খতিব ওয়ালিবেগ খাঁ জামে মসজিদ চকবাজার) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, চট্টগ্রাম অটো টেম্পু অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, রেজি নং ১৪৪১)মোঃ হারুনুর রশিদ 
আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমন, অর্থ সম্পাদক মোহাম্মদ রাজু,লাইন সম্পাদক মোহাম্মদ ফয়সাল প্রমুখ। উত্তম পবিত্র মাহফিলটি সুরালো সঞ্চালনায় ধর্মীয় ভাবগম্ভীর্য্পূর্ণ করে রেখেছেন মোহাম্মদ ইসমাইল।
নিউজটি পড়েছেন : ২২৮