রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

তেঁতুলিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি এমএ বাসেত, সম্পাদক এসকে দোয়েল

তেঁতুলিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি এমএ বাসেত, সম্পাদক এস কে দোয়েল

 তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :-সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গত রোববার (২২ অক্টোবর) রাতে তেঁতুলিয়া প্রেসক্লাবে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় তেঁতুলিয়া প্রেসক্লাবের সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির (২০২৩-২৫) দুই বছর মেয়াদী এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা দেন সমিতির প্রতিষ্ঠাতা, দৈনিক সবুজ নিশানের সম্পাদক ও পঞ্চগড় বার্তা ডটকমের প্রকাশক ও সম্পাদক এডভোকেট মু. আবুসাঈদ সোহান।
এতে দৈনিক করতোয়া প্রতিনিধি এমএম বাসেতকে সভাপতি, আমাদের সময়ের এসকে দোয়েলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ এর জাবেদুর রহমান জাবেদ, উত্তরবাংলার ব্যুরো চিফ আতাউর রহমান, চ্যানেল এস এর আহসান হাবিব যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মেইলের মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক,
সবুজ নিশানের জুলহাস উদ্দিন অর্থ সম্পাদক, গণকন্ঠের সাব্বির হোসেন রকি প্রচার সম্পাদক, আমার সংবাদের রবিউল ইসলাম রতন তথ্যপ্রযুক্তি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, মতপ্রকাশের মিজানুর রহমান মিন্টু দপ্তর সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য হয়েছেন খবরের কাগজের রনি মিয়াজী, বাংলাদেশ খবরের সুলায়মান আলী, মানবকন্ঠের আমিরুল ইসলাম, সময়ের আলোর আল আমিন ও ডেল্টা টাইমসের আব্দুল কুদ্দুস সোহেল।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মু. আবুসাঈদ সোহান বলেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই সাংবাদিক কল্যাণ সমিতি। আমরা এ সমিতির মাধ্যমে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এ সমিতির প্রত্যেক সদস্য আর্থিকভাবে স্বচ্ছলতা লাভ করে সুদৃঢ় ভবিষ্যত গড়তে পারবেন।
সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা আশরাফুল ইসলাম (ইত্তেফাক), হাফিজুর রহমান হাবিব (দৈ.নওরোজ) প্রমুখ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email