রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া আল হেরা ইসলামী একাডেমীর অভিভাবক সমাবেশে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন 

পটিয়া আল হেরা ইসলামী একাডেমীর অভিভাবক সমাবেশে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ-পটিয়ায় আল হেরা ইসলামী একাডেমীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল ও অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ অক্ষম  শনিবার একডেমী প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার ভাইস চেয়ারম্যান ডাঃ এমদাদুল হাসান। এতে  প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের সাবেক এপিপি ও সিনিয়র আইনজীবী এডভোকেট লিয়াকত আলী।
আল হেরা ইসলামী একাডেমী পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আরিফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আবুল খায়ের গ্রুপ এক্সিকিউটিভ ডিস্ট্রিভিউটার আলহাজ্ব জাফর আহমেদ। প্রধান বক্তা ছিলেন আল হেরা ইসলামিক এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন মহাসচিব  সিনিয়র আইনজীবী  এডভোকেট জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া যুব নিশান ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সমাজ সেবক মোঃ নাছির উদ্দীন, মোঃ কামাল উদ্দীন। আল হেরা ইসলামী একাডেমী পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক  মোঃ আজিজ উদ্দিন পরিচলনায় বক্তব্য রাখেন একাডেমির প্রধান পরিচালক ইঞ্চিনিয়ার এম.এ ছালেক, সাবেক মেম্বার হাশেম, সংস্থার অর্থ সম্পাদক কামাল উদ্দিন পারভেজ, কানুন উদ্দিন, মানিক, তারেক, মাওলানা মহিউদ্দিন,
হেফজখানা প্রধান শিক্ষক জানে আলম, একাডেমিক প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, শিক্ষক খালেদা বেগম, তিশা আকতার  প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের শিশুরা দেশ গড়ার কারিগর। তাদের দিকে তাকিয়ে আছে নতুন প্রজন্ম।  প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করা অভিভাবকসহ সকলের নৈতিক কর্তব্য। তাই একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র বিনির্মাণে নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই। নৈতিক শিক্ষায় দীক্ষিত করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে অভিভাবকদের অনেক বেশি সচেতন হতে হবে। বর্তমান শেখ হাসিনা সরকার মেধার প্রয়োজনে বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই তুলে দিয়ে জাতির কাছে নজীর স্থাপন করেছে। প্রত্যেক ছাত্রকে একজন আদর্শবান ছাত্র হিসেবে গড়ে তোলতে হবে। এজন্য প্রয়োজন সন্তানদের প্রতি অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা ও সচেতনতা। এর মাধ্যমে আজকের মেধাবিরা আগামীতে মানবসম্পদ রূপে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে পারবে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email