সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আবুল কালাম আজাদ নামের এক বন্দীর মৃত্যু

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে
আবুল কালাম আজাদ নামের এক বন্দীর মৃত্যু

আলিপুর (দুর্গাপুর)প্রতিনিধিঃ-রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি পাবনার ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা ও পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৬৫) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ সেপ্টেম্বর) আবুল কালাম আজাদের মৃত্যু হয়।রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো.নিজামুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল কালাম আজাদ ১৯৯৪ সালে ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
জেলার নিজামুদ্দিন জানান, ২০১৯ সাল থেকে কারাগারে থাকা আবুল কালাম বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিএনপি নেতা আবুল কালাম আজাদের ছেলে। মোঃ কমল জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে, আজ রোববার পাকশীর যুক্তিতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জানান তিনি
জেলখানা ও পরিবার সূত্রে জানা যায়,গত ১৯৯৪ সালে ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ, বোমা নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে রেল থানায় মামলা হয়। ২০১৯ সালে ঐ মামলার রায়ে ২৫ জনকে যাবজ্জীবন, ১৩ জনকে দশ বছর কারাদণ্ড ও ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে আবুল কালাম আজাদ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email