বুধবার,২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নশ্বর ক্ষমতা—— আল আমিন খান

নশ্বর ক্ষমতা
আল আমিন খান

পরের ক্ষতি করো না ভাই
পরকে নিয়ে পড় না;
পরের ক্ষতি করার আগে নিজেকে নিয়ে ভাবো না।
পরের দিকে আঙুল তুলে
নিজের দিকে দেখো না।

হুমকি দিয়ে কথাবার্তা মানুষের কাজ নয়,
ভালোবাসা দিয়ে করা সম্ভব এই বিশ্বজয়।
ক্ষমতা তো কোনোকালেই চিরস্থায়ী নয়,
আজ কিংবা কাল তোমার হবে পরাজয়।

তাহলে কেনো ভাই এই মিথ্যা অহমিকা?
আর ক’দিন ই বা থাকবে তোমার এই নশ্বর ক্ষমতা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email