
নশ্বর ক্ষমতা
আল আমিন খান
পরের ক্ষতি করো না ভাই
পরকে নিয়ে পড় না;
পরের ক্ষতি করার আগে নিজেকে নিয়ে ভাবো না।
পরের দিকে আঙুল তুলে
নিজের দিকে দেখো না।
হুমকি দিয়ে কথাবার্তা মানুষের কাজ নয়,
ভালোবাসা দিয়ে করা সম্ভব এই বিশ্বজয়।
ক্ষমতা তো কোনোকালেই চিরস্থায়ী নয়,
আজ কিংবা কাল তোমার হবে পরাজয়।

তাহলে কেনো ভাই এই মিথ্যা অহমিকা?
আর ক’দিন ই বা থাকবে তোমার এই নশ্বর ক্ষমতা।
নিউজটি পড়েছেন : ২৩৬