সোমবার,২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের উদ্যোগে ১৪ তম ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের উদ্যোগে ১৪ তম ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

শহিদুল ইসলাম

সিলেট( মহানগর)প্রতিনিধিঃ-‘রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় রক্তদানে সচেতনতা ও উৎসাহ তৈরীর লক্ষ্যে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবার উদ্যোগে ১৪ তম ব্লাড ক্যাম্পেইন শুক্রবার (১ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর (বন্দর বাজার)এলাকার মধুবন মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।

মানবিক সেবামূলক কার্যক্রমে সিলেট রক্তের অনুসন্ধানে প্রতিষ্ঠাতা তারেক আহমের সঞ্চালনায়, সাইফুল রহমান ঈমন সভাপতি ও বন্ধু মহল রক্তদান সোসাইটি সভাপতি রুমন আহমদ এর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার লেখক প্রশান্ত লিটন। প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন শামিম ট্রাভেলস এর প্রতিষ্ঠাতা ফাহিম মাহমুদ ফুরুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানের সহ-সভাপতি সোহাগ আহমদ সদস্য নাঈম, আকরাম, জুবের, ঝুমা, তাহমিনা, সিমা সহ বন্ধু মহল রক্তদান সোসাইটির সকল সদস্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘রক্তদিন জীবন বাঁচান’ আমাদের দেশে অনেকেই আছেন নিজের রক্তের গ্রুপ কি নিজে জানেন না। আমারা প্রত্যেকে প্রত্যেকের রক্তের গ্রুপ জেনে রাখা দরকার কারন আপনার রক্তের গ্রুপ জানা থাকলে আপনার আপন জনের কোন দুর সময় রক্তের প্রয়োজন হলে সাথে সাথে আপনি গিয়ে আপনার আপনজনকে রক্ত দিয়ে জীবন বাঁচতে সহয়োগিতা করতে পারবেন। আপনার এক ফোঁটা রক্তে বেঁচে যাবে একজন মুমূর্ষু রোগী। তাই রক্তের গ্রুপ জেনে রাখা অবশ্যই দরকার। সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এক ঝাঁক স্বপ্ন বাজ তরুণ-তরুণীর প্রচেষ্টায় এই মানবিক সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক। আপনাদের মানবিক সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা আমরা সবসময় পাশে আছি।

সবার জন্য উন্মুক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে দুইশত পঞ্চাশ এর অধিক জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা পরিবারের ভলান্টিয়াররা।
বন্ধু মহল রক্তদান সোসাইটি আমরা কর্মকর্তারা বলেন, সিলেট বিভাগের প্রতিটি গ্রামে গ্রামে ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করবো। আমাদের লক্ষ্য হচ্ছে সিলেট বিভাগের প্রতিটি মানুষকে নিজেদের ব্লাড গ্রুপ জানানো এবং ব্লাড রিলেটেড সকল সমস্যার সমাধান করা।

আপনারা যেকেউ চাইলে আমাদের সাথে কাজ করতে পারবেন। আমরা চাই সবাইকে নিয়ে আমরা এমন একটি সিলেট বানাতে, যেখানে রক্তের অভাবে কাউকে যাতে মরতে না হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email