
ডেঙ্গু থেকে জনগণকে বাচাতে গণসচেতনতা সৃষ্টি করতে, পাড়া মহল্লা ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করুন
কামাল উদ্দিন
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ–গণ অধিকার চর্চা কেন্দ্র ও জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির উদ্যোগে আজ ৩০/৮/২৩ বুধবার বিকাল ৫টায় বহদ্দারহাট মোডে ক্যাব নেতা জানে আলম সভাপতিত্বে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিন্সন ভৌমিক এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা মাহফুজুর রহমান, জাসদ নেতা সুযশময় চৌধুরী,গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খান, গন সংহতি নেতা হাসান মারুফ রুমি, চন্দন পুরা মহল্লা সামাজিক কমিটির সাধারণ সম্পাদক শেখ গোলাম মোহাম্মদ রাজু,মিজানুর রহীম চৌধুধী,মো:আইনুল আলম ডিউক,চৌধুরী জসিমুল হক,মোহাম্মদ আলী বাবুল,আবদুল মাবুদ,কাজী সুজন,মোরশেদ আলম,আবুল কালাম,হোমাইয়ুন কবির,মোহাম্মদ ফোরকান,আজিম শরিফ,ভোলা মিয়া,এম নুরুল হুদা চৌধুরী,মোহাম্মদ নুরুল আলম,আবুল কাশেম,অভিলাষ মাহমুদ,শাহ আলম,আবুল কালাম,আবদুর রহমান,ছাত্রলীগ নেতা এম কাইছার উদ্দীন,এহতেশামুল হক মাহবুব,রাইহান ইসমাইল প্রমুখ।
বক্তরা বলেন,ডেঙ্গু থেকে জনগণকে বাচাতে গণসচেতনতা সৃষ্টি করতে, পাড়া মহল্লা ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করুন।
চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসনও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানানো হয়।