বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চকবাজার থানার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চকবাজার থানার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সিমলা সেন 

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চকবাজার থানার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। গত (২৫ আগস্ট) ২০২৩ইং শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী নিপেশ রঞ্জন হোর ও সাধারণ সম্পাদক কৃষ্ণপদ আচার্য্য এর সমন্বয়ে এবং মহানগর কমিটির সভাপতি সুজিত দাশ ও সাধারণ সম্পাদক পিংকু ভট্টাচার্য্যের স্বাক্ষরিত উক্ত কমিটি অনুমোদিত হয়। উক্ত কমিটিতে অসীম কুমার দাশকে সভাপতি ও সুমন দাশকে সাধারণ সম্পাদক করা হয়।বাকিরা হলেন-সিনিয়র সহ সভাপতি শম্ভু দাশ, সহ সভাপতি সুমন দাশ ,সহ সভাপতি গোপাল সরকার, সহ সভাপতি রাজীব দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক পিয়াস সেন,সহ সাধারণ সম্পাদক ক্লিন্টন দাশ, সহ সাধারণ সম্পাদক রনি দে,অর্থ সম্পাদক আকাশ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক রনি মহাজন (সৌরভ),সহ সাংগঠনিক সম্পাদক রুবেল কান্তি দে,অপূর্ব দাশ,রাহুল নাথ,পল্লব কুইয়া, অপু মহাজন,সুবিন কান্তি দেব ,সুবীর দেব ,সৈকত গুপ্ত ,প্রমিত চৌধুরী,বাঁধন নাথ, রক্সি কর্মকার ,লিটন দাশ,বাবু দাশ,তন্ময় দাশ,আশীষ চক্রবর্তী,রিপন বিশ্বাস,জয় দাশ, বিউটি সেন,সোমা দে,দেবাশীষ দাশ,মুন্না দে,সাজু পাল,রনি সর্দার,রিমন চৌধুরী,অনিক দাশ,শংকর দাশ,সুস্ময় দাশ,অয়ন দাশ,দীপ্ত দাশ,উচ্ছ্বাস চৌধুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email