
“৩৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন”
সিমলা সেন
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ– বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় এবং কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা স্কাউটস এর অর্থায়ন ও বাস্তবায়নে ৩৪৫তম স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স পেকুয়া সরকারি জি এম সি মডেল ইনস্টিটিউশনে গত ২৬ আগস্ট ২০২৩ অনুষ্ঠিত হয়।
কোর্স লিডার হিসেবে দায়িত্বে ছিলেন আঞ্চলিক উপ-কমিশনার গার্লস ইন-স্কাউটিং জনাব সালেহা বেগম(এলটি)। পাঁচজনের প্রশিক্ষক টিমের মধ্যে ছিলেন জাহিন হোসেন (এএলটি),লোহাগাড়া উপজেলা স্কাউটস সম্পাদক নুরুল ইসলাম(এএলটি), চট্টগ্রাম মেট্রোপলিটন জেলা কাব লিডার মোহাম্মদ ওবাইদুল্লাহ (উডব্যাজার) ও চকরিয়া উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ এহেছানুল ইসলাম(উডব্যাজার)।
দক্ষ প্রশিক্ষক টিম সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে নির্দিষ্ট সিডিউল অনুযায়ী তাদের সেশন পরিচালনা করেন। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে পেকুয়া উপজেলা স্কাউটস সহ-সভাপতি এনামুল হক, সম্পাদক সাইফুল ইসলাম ও উপজেলা কাব লিডার আশুতোষ নাথ বক্তব্য রাখেন। প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণে স্কাউটিং বিষয়ক নানাবিধ তথ্য-উপাত্ত ডিজিটাল পদ্ধতিতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করেন।এতে পেকুয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদরাসার ৪২ জন প্রধান/ সহকারী শিক্ষক প্রশিক্ষণার্থী ছিলেন। কোর্সের সফল সমাপ্তিতে কোর্স লিডার এবং প্রশিক্ষকগণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।