সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু পরিষদ, ফটিকছড়ি উপজেলার নেতৃবৃন্দ জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে মতবিনিময় 

বঙ্গবন্ধু পরিষদ, ফটিকছড়ি উপজেলার নেতৃবৃন্দ জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে মতবিনিময়

কামাল উদ্দিন 

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ- চট্টগ্রাম লালদিঘি পাড়স্থ জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু পরিষদ, ফটিকছড়ি উপজেলার নের্তৃবৃন্দ চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। 
এ সময় এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, শোষিতবঞ্চিত মানুষের কথাই বলেছে আওয়ামী লীগ। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। আর এই সংগ্রামের পথে অগণিত নেতা-কর্মী জীবন দিয়েছেন। তাঁদের ত্যাগ-তিতিক্ষায় আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, জাতির পিতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন পেলেন, দেশ গড়ে তুলে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় আরেক মীরজাফর খন্দকার মোশতাক এবং জিয়ার কুচক্রীর ফলে তাঁকে নির্মমভাবে হত্যা করা হলো। বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হয়ে গেল। একসময় বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কেউ পারেনি। অবশ্য সত্যকে মোছাও যায় না। জাতির পিতা শারীরিকভাবে আমাদের কাছে নেই। তাঁর অস্তিত্ব বাঙালির হৃদয়ে আছে। তাঁর যে আকাঙ্ক্ষা, সেটা আমাদের পূরণ করতে হবে। আজকের দিনে এটাই শিক্ষা। বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রায় পনের বছর ধরে দেশের শাসন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগ সরকারের হাত ধরে যত উন্নয়ন হয়েছে, সেসব তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের আহবান জানাচ্ছি। প্রতিটি শ্রেণি পেশার মানুষের জন্য আওয়ামী লীগই কাজ করেছে। আগে অন্য কেউ কোনদিন মানুষের কথা ভাবেওনি, কিছু করেওনি। সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে, পরিবর্তন এনেছে সেই তথ্যগুলো আপনারা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সকলের জন্য আমরা কাজ করবো এটাই আমাদের প্রতিজ্ঞা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু পরিষদ, ফটিকছড়ি উপজেলার নেতৃবৃন্দকে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সাধারণ সম্পাদক এড. উত্তম কুমার মহাজন, সুকান্ত বড়–য়া, ধনঞ্জয় বড়–য়া রুবেল, চেয়ারম্যান শফিউল আজম, রাইসুল ইসলাম চেীধুরী এমিল, মাসুদ, মো: এরশাদ প্রমুখ। 
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email