
ধূসর খামে প্রেমের চিঠি
পূরবী বড়ুয়া
চল বৃষ্টি ভেজাই চুল শ্রাবণ ঝরা রাতে
গলায় বাজে ব্যাকুল সুর পাখির সাথে সাথে।
আতর মেখে উজান পাখি ভিজল নিজে নিজে
শ্রাবণ মেঘে জলের-গান বাজায় সুরে কীযে!
বুকের মাঝে কর্ণফুলী উজানে যায় জল
জলের বুকে নদীর রেখা নাচছে টলমল
প্রেমের চিঠি ধূসর খামে ঝরে আকাশ থেকে
ভাসিয়ে দিই তোমার নামে প্রণয়ছবি এঁকে।

শ্রাবণ মেয়ে জলের সুরে কী জানি কেন গায়? পিয়ন এসে নাড়ছে কড়া, স্মৃতির জানলায়!
কামুক ঠোঁটে নামুক প্রেম, আনুক রোদ্দুর
জীর্ণজরা হাসুক ত্বরা নেশায় হোক চুর।
লুটিয়ে আছে প্রণয় পাখি প্রিয়তমার বুকে
কালরাত্রি হয়েছে শেষ ভেসে যাচ্ছে সুখে!
পাখিরা আজ গাইছে সুখে প্রাণের যত গান।
বৃষ্টি পায়ে ভিজছে যত তুমুল অভিমান।
নিউজটি পড়েছেন : ২৩২