সোমবার,২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পাহাড় কর্তনের অভিযোগ পেয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান: নিয়মিত মামলার প্রস্তুতি

পাহাড় কর্তনের অভিযোগ পেয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান: নিয়মিত মামলার প্রস্তুতি

ডেক্স নিউজঃ-আজ২২ আগস্ট  বিকাল ৩:০০ ঘটিকায় চট্টগ্রাম জেলার বায়েজিদ থানার অন্তর্গত বাংলাবাজার ও জালালাবাদ এলাকায় পাহাড় কর্তনের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। হাটহাজারী উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হানের নেতৃত্বে এই অভিযানের পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম ও বায়েজিদ থানার পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করে । পরিচালিত এই অভিযানে পাহাড় কর্তনের সত্যতা পাওয়া যায় ।অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান জানান, অভিযানে দেখা যায় চারপাশে উঁচু করে টিনের বেড়া দিয়ে ভেতরে পাহাড় কর্তন করে প্লট তৈরির চেষ্টা করছে। সেখানে বিভিন্ন ব্যক্তির নামে সাইনবোর্ড দেখতে পাওয়া যায় ।অভিযান পরিচালনা কালে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ।তবে আশেপাশের ব্যক্তিদের কাছ থেকে যারা পাহাড় কর্তন করেছে তাদের সম্পর্কে তথ্য নেওয়া হয় এবং সাইনবোর্ডে প্রাপ্ত নাম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর নোটিশ জারি করে।
আগামী বৃহস্পতিবার শুনানি শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাহাড় কাটার ব্যাপারে তথ্য পাওয়ার সাথে সাথে আমরা ব্যাবস্থা নিচ্ছি।ইতোমধ্যে পাহাড় কাটার দায়ে জেল জরিমানা ও মামলা দায়েরসহ শাস্তিরমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।গত ১২ আগস্ট লিংকরোডে পাহাড় কাটার দায়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরিবেশ রক্ষায় পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email