সোমবার,২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মাস্টারমাইন্ডদের বিচারের রায় কার্যকর করা হোক— বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

ডেস্ক নিউজঃ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে এসে বিচারিক রায় কার্যকর করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। গত চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে ২১ আগষ্ট নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে মশাল মিছিল পূর্ব সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে সংগঠনের সহ-সভাপতি মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম-এর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান, মো. সালাহউদ্দিন সহ মহানগর, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তাগন বলেন, দেশের অর্থ বিদেশে পাচারকারী তারেক রহমান বিদেশে বসে বিলাসী জীবনযাপন করছে। তার কোনও ব্যবসা নেই। তাহলে তার এই আয়ের উৎস কোথায়? তারেক রহমান বিদেশে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ ধ্বংসের পাঁয়তারা করছে। তারেক আর ফখরুলের হুংকারের জবাব দেওয়ার জন্য অন্য কোনও সংগঠন লাগবে না, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একাই যথেষ্ট। সমাবেশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকা-ের ‘মাস্টারমাইন্ড’ ও ‘খুনি’ আখ্যায়িত করে তার মরণোত্তর বিচার দাবিও জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলার ‘মাস্টারমাইন্ড’ ও ‘খুনি’ আখ্যা দিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিও জানিয়েছেন। উল্লেখ্য, ২১ আগষ্ট ২০০৪ সাল বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন হাওয়া ভবনের মালিক তারেক জিয়ার নেতৃত্বে ও নির্দেশে সন্ত্রাসী গং কর্তৃক এ গ্রেনেড হামলায় চালানো হয়। অবিলম্বে এ হামলায় জড়িতদের সুষ্ঠু বিচার এবং সাজাপ্রাপ্ত তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় দ্রুত কার্যকর করার জোর দাবী জানান ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email