শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিকিরণ প্রসাদ বড়ুয়া সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবেন- শোকসভায় বক্তারা

বিকিরণ প্রসাদ বড়ুয়া সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবেন-শোকসভায় বক্তারা

শিমুল চৌধুরী 

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ-একটা জাতি ও দেশের উন্নয়নের একমাত্র চাবিকাঠি তাঁর শিক্ষিত প্রজন্ম। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত না হয়ে সর্বদা সমাজের উন্নয়নে অনন্য অবদান রাখা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। সে জায়গা থেকে নিজের কর্মকৃতিত্বের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধের যে পরিচয় প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া দিয়েছেন তা নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। ১৯ আগস্ট শনিবার, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- চট্টগ্রাম অঞ্চল, যুব, মহিলা শাখা ও নব পণ্ডিত বিহার পরিচালনা ও উন্নয়ন কমিটি আয়োজিত নগরীর কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহার চত্বরে অনুষ্ঠিত বরেণ্য বুদ্ধিজীবী, একুশে পদকপ্রাপ্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার শোকসভায় শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি উপরোক্ত মন্তব্য করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন আমরা রাউজানবাসী একটি উজ্জ্বল নক্ষত্র হারিয়েছি।বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল এমপি, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরো ও রাজগুরু অভয়ানন্দ মহাথেরো। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম-মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া। অঞ্চল কুমার তালুকদার, অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া ও তনহংকর ভিক্ষুর সঞ্চালনায় সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রচার সংঘের উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান অধ্যক্ষ ড. প্রনব কুমার বড়ুয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, ইউএসটিসি’র সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, অধ্যক্ষ রীতা দত্ত, প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া, লায়ন ডা. মৃদুল কান্তি বড়ুয়া চৌধুরী, প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধ নুরুল ইসলাম, প্রফেসর ড. নাসিম হাসান, প্রফেসর ড. মাইনুল হক নিয়াজী, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, ড. প্রিয়দর্শী মহাথেরো, অধ্যাপক ড. উপানন্দ মহাথেরো, বিপস্সী মহাথেরো, শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথেরো, বোধিমিত্র মহাথেরো, আর্যপ্রিয় মহাথেরো, শীলানন্দ মহাথেরো, প্রিয়ানন্দ মহাথেরো, দেবশ্রী মহাথেরো, শ্রদ্ধানন্দ থেরো, করুণানন্দ থেরো, বোধিশ্রী থেরো, সুমঙ্গল থেরো, আবুল কালাম আজাদ, শামীমা হাসান লুবনা, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, চসিক মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, পুষ্পেন বড়ুয়া কাজল, অধ্যক্ষ শোভন কৃষ্ণ চৌধুরী, অধ্যাপক প্রনতি বড়ুয়া, অধ্যাপক স্মৃতি বড়ুয়া, অধ্যাপক ববি বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া মুক্তা, শওকত বাঙালি, কাজল কান্তি বড়ুয়া, শ্যামল পালিত, অধ্যাপক সজল বড়ুয়া, প্রাণতোষ বড়ুয়া, অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, মিথুন রশ্মি বড়ুয়া, ববিতা বড়ুয়া, স্বাতী উদয় কুসুম বড়ুয়া, রোটা: ফজলুর করিম, পারভেজ ফয়সাল, ভিপি উত্তম বড়ুয়া, সমীরণ বড়ুয়া, অশোক সাহা, শওকত বাঙ্গালী, নন্দন বড়ুয়া, আশরাফুল ইসলাম, প্রদীপ দাশ, দীপু বড়ুয়া, হাজী মো: সেলিম রহমান প্রমূখ, মঙ্গলাচরণ করেন জগৎজ্যোতি ভিক্ষু, ধন্যবাদ জ্ঞাপন করেন ড. বড়ুয়ার কন্যা সঙ্গীতা ও সৌরণী। এছাড়া প্রয়াতের মরদেহে পুষ্পাঞ্জলি অর্পণ করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আক্তার, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- কেন্দ্র, চট্টগ্রাম অঞ্চল, যুব, মহিলা শাখাসহ বিভিন্ন জেলা, উপজেলা শাখাসহ শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া গত ১৭ আগস্ট ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ১৮ আগস্ট ঢাকা ধর্মরাজিক মহাবিহারে প্রথম শোকসভা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ রাষ্ট্রীয়, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসের রাষ্ট্রদূত ও আপামর জনসাধারণের অংশগ্রহণ ও শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার সকালে তার মরদেহ চট্টগ্রামে আনা হয়। প্রথমে চট্টগ্রাম প্রেসক্লাবে সর্বসাধারণের শ্রদ্ধানিবেদনের জন্য রাখা হয় দুপুরে নব পণ্ডিত বিহারে শোকসভার পর রাতে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর জন্মজনপথ আবুরখীলে নিয়ে যাওয়া হয়। ২০ আগস্ট রবিবার প্রয়াতের গ্রামের বাড়ি রাউজানের আবুরখীল গ্রামের সভায় রাউজান উপজেলা প্রশাসন গার্ড অব অনার প্রদান করেন। এছাড়া হাজার হাজার গ্রামবাসী, ভক্ত, শুভানুধ্যায়ী তথা সর্বস্থরের জনসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই মহান বুদ্ধিজীবীর অনিত্যসভা ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email