শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহকে রওশন এরশাদের ঘাটি হিসাবে পরিণত করতে জাপা নেতৃবৃন্দকে সেলিমের আহবান

ময়মনসিংহকে রওশন এরশাদের ঘাটি হিসাবে পরিণত করতে জাপা নেতৃবৃন্দকে সেলিমের আহবান

সদর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেগম রওশন এরশাদের নেতৃত্বে দলকে সাংগঠনিক ভাবে গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষে প্রতিটি ওয়ার্ডে পরীক্ষীত ত্যাগী ও এরশাদ আদর্শের সৈনিকদের বাছাই করে নতুন কমিটি দিয়ে জাপাকে ঢেলে সাজাচ্ছেন ময়মনসিংহের মহানগর জাতীয় পার্টি। সে-লক্ষে নিয়মিত নগরীর বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভার মাধ্যমে সকলের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করছে দলটির ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম।

তারই ধারাবাহিকতায় গত শনিবার ( ১৯আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ৬ ও ২৭নং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরীর ৩৩ টি ওয়ার্ডকে জাতীয় পাটির ঘাটি হিসাবে তৈরী করার মাধ্যমে দলকে আরো শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আবদুল আউয়াল সেলিম।

২৭নং ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক পার্টির বাদশা মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদার,সাব্বির হোসেন বিল্লাল,মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর লাল মিয়া লাল্টু,

এসময় মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন,আগামী নির্বাচনে একক ভাবে মাঠে লড়বে,আর এই সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী আমার নেত্রী বেগম রওশন এরশাদ এমপি ছাড়া কোন বিকল্প নেই। তাই দলের প্রার্থী হিসাবে বেগম রওশন এরশাদ এমপির বিজয় নিশ্চিত করার লক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে। সেজন্য জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হতে হবে বিধায় দলের অলস নেতাকর্মীদের বাদ দিয়ে সাহসী,পরিশ্রমী এবং মেধাবী নেতৃবৃন্দ কে দলে জায়গা করে দেওয়া হচ্ছে। সে লক্ষে মহানগর জাতীয় পার্টির সকল ওয়ার্ড কে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান তিনি।

কখনও প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিত নয় উল্লেখ করে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম বলেন-ময়মনসিংহ জাতীয় পার্টি তথা বেগম রওশন এরশাদ এমপির ঘাটি তা প্রমান করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লায় বাড়ী বাড়ী গিয়ে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের গনজোয়ার সৃষ্টি করতে রওশন এরশাদ এমপির উন্নয়নের কথা বলতে হবে। লাঙ্গল মানেই উন্নয়নের প্রতীক। লাঙ্গল মানেই সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধের প্রতীক। তাই সকলকে জানান দিতে হবে লাঙ্গল প্রতীকে ভোট দেয়া মানেই উন্নয়নের অগ্রগতি। ময়মনসিংহে কন্যা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির হাতকে শক্তিশালী করতে সকলকেই কাধে কাধ মিলে কাজ করার আহবান জানান আব্দুল আউয়াল সেলিম।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বাদশা মিয়া কে সভাপতি, সোহেল মিয়াকে সাধারণ সম্পাদক ও জিন্টু কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৭নং ওয়ার্ডের কমিটি এবং মোহাম্মদ আলী আকন্দকে সভাপতি, তারা মিয়াকে সাধারণ সম্পাদক এবং মোঃ হাসানুল হক সেলিমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে নগরীর ৬নং ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email