
নাজমুল খন্দকার জয়ের নেতৃতে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ-।নারায়ণগঞ্জ জেলা রুপগঞ্জ উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুড়াপাড়া গাজী অডিটোরিয়াম রুমে এক বিশাল সমাবেশ ও আলোচনা সভা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে,অত্র অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মাননীয় মন্ত্রী পাট ও বস্র মন্ত্রণালয়,আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তাড়াবো পৌরসভার মেয়র হাসিনা গাজী,রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপ্নানা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা সহ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং কায়েত পাড়া ইউনিয়ন যুবসমাজের আস্থা ঠিকানা,গরিবের বন্ধু,বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক,মন্ত্রী পরিবারের আস্থাভাজন ব্যক্তি ও কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সফল সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়ের নেতৃত্বে অত্র অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে বড়ালু পাড়া গাও থেকে গাজী সেতু হয়ে পায়ে হেটে হাজারের অধিক নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান করেন।