
বাগীশিক পাঁচলাইশ থানা সংসদের পরিচিতি সভা 
সিমলা সেন
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ– বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি( বাগীশিক),চট্টগ্রাম মহানগর সংসদের আওতাধীন পাঁচলাইশ থানা (২০২৩-২০২৫) সংসদের পরিচিতি সভা বাগীশিক কেন্দ্রীয় সংসদের কার্যালয়ের মিলনায়তন সিটি কর্পোরেশন মার্কেট আন্দরকিল্লা চট্টগ্রামে পাঁচলাইশ থানা সংসদের সম্মানিত সভাপতি সুকুমার দাশ এর সভাপতিত্বে ১১আগস্ট রাত ৮ ঘঠিকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন গীতা প্রশিক্ষক অনিক শীল।এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের পৃষ্ঠপোষক স্বপন সাহা। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের পৃষ্ঠপোষক উত্তম মহাজন নব।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সিনিয়র সহ- সভাপতি লায়ন প্রদীপ চক্রবর্তী,সহ- সভাপতি উত্তম শীল,সাধারণ সম্পাদক ডাঃ অপূর্ব ধর, সহ- সাধারণ সম্পাদক রিটন সূত্রধর,সোহেল দাশ,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী উত্তম দে মুন্না,শিক্ষা বিষয়ক সম্পাদক রনি চক্রবর্তী,সহ- প্রচার সম্পাদক মাধব চক্রবর্তী,সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী চৌধুরী,চকবাজার থানা সংসদের সভাপতি উত্তম কুমার চক্রবর্তী।
বাগীশিক পাঁচলাইশ থানা সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক শান্তুজিৎ ঘোষ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র সংসদের সাথী রানী দাশ,শর্মিষ্ঠা বিশ্বাস, সঞ্চয় দাশ, সুর্বণা দাশ ও পিয়াস প্রমুখ।